
|| রুশাইদ আহমেদ || সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে ১ হাজার ৫৬১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানজুড়ে পরিচালিত বিশেষ অভিযানের আওতায় নানা মামলা ও ওয়ারেন্ট মোতাবেক ১ হাজার ৭৭ জনকে এবং অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসব অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, দুটি ককটেল ও একটি কুড়াল উদ্ধার করা হয়। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ দিকে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী এ অভিযান চালনা করছে বলে মনে করছেন অনেকে। এতে বিরাজমান নিরাপত্তা পরিস্থিতি আরও স্থিতিশীল হবে বলে মত নিরাপত্তা বিশ্লেষকদের।
#আরইউএস
রুশাইদ আহমেদ, বিশেষ প্রতিনিধি 





















