Dhaka ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেহেরপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, জানিয়েছে আবহাওয়া অফিস বাংলাদেশ কাতারে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে শ্রমিকদের বেতন বকেয়া, গাজীপুরে বিক্ষোভ নেপালে আন্দোলনের নিরিখে নতুন মোড়: সুশীলা কারকি হতে পারেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইসরায়েলের আকাশে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা! মেক্সিকো সিটিতে গ্যাসবাহী ট্রাকে বিস্ফোরণ, নিহত ৩, আহত অর্ধশতাধিক কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর টেলিফোনে উত্তেজনা ইসরায়েলি হামলায় ইয়েমেনে নিহত বেড়ে ৩৫, আহত ১৩০ ছাড়িয়েছে ঢাবি হল সংসদে স্বতন্ত্র প্রার্থীদের উত্থান, ভোটে আস্থার প্রতিফলন শিক্ষার্থীদের
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

জকিগঞ্জে ১৫ হাজার কিশোরীকে দেওয়া হবে জরায়ুমুখ ক্যান্সারের টিকা

নারীদের জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকি কমাতে বর্তমান সরকার ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় জকিগঞ্জ উপজেলায় প্রায় ১৫ হাজার ২শ’ জন কিশোরীরকে এই টিকা দেওয়া হবে। এখানকার ২১৬টি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা টিকা গ্রহণ করবেন।

জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ আব্দুল আহাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমাদের দেশের নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। এটি রোগ প্রতিরোধে এইচপিভি টিকার একটি ডোজই যথেষ্ট। এইচপিভি টিকা এই রোগকে প্রতিরোধ করে। এই টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। তাই সরকারের উদ্যোগে এই টিকা বিনামূল্যে প্রদান করা হবে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে জকিগঞ্জ ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ টিকা কার্যক্রম উদ্বোধন করেন সিলেট জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। জকিগঞ্জে ১৫ হাজার কিশোরীকে দেওয়া হবে জরায়ুমুখ ক্যান্সারের টিকাপ্রথম ১০দিন শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণি পড়ুয়া বা ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টিকা দেওয়া হবে। প্রতিদিন ২৭টি সেন্টারে টিকা দান কার্যক্রম চলমান রয়েছে। এইচপিভি টিকা বাইরেও পাওয়া যায়। বাইরে কিনতে একটি দাম পড়বে প্রায় সাড়ে তিন হাজার টাকা। স্কুলবহির্ভূত কিশোরীরা টিকা পাবে ইপিআই কেন্দ্রে।

সাধারণত হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) দ্বারা সংক্রামিত হওয়া থেকে জরায়ুমুখ ক্যান্সারের লক্ষণ প্রকাশ পেতে ১৫-২০ বছর সময় লাগে। এজন্য এই রোগকে নীরব ঘাতক বলা হয়। আক্রান্ত রোগীদের অধিকাংশই প্রায় শেষ পর্যায়ে শনাক্ত হন যখন রোগ থেকে সেরে ওঠা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। কিশোরীদের নির্দিষ্ট বয়সে এক ডোজ এইচপিভি টিকা প্রদান করলে এই ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।

Popular Post

মেহেরপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ১৫ হাজার কিশোরীকে দেওয়া হবে জরায়ুমুখ ক্যান্সারের টিকা

Update Time : ১২:২৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

নারীদের জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকি কমাতে বর্তমান সরকার ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় জকিগঞ্জ উপজেলায় প্রায় ১৫ হাজার ২শ’ জন কিশোরীরকে এই টিকা দেওয়া হবে। এখানকার ২১৬টি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা টিকা গ্রহণ করবেন।

জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ আব্দুল আহাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমাদের দেশের নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। এটি রোগ প্রতিরোধে এইচপিভি টিকার একটি ডোজই যথেষ্ট। এইচপিভি টিকা এই রোগকে প্রতিরোধ করে। এই টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। তাই সরকারের উদ্যোগে এই টিকা বিনামূল্যে প্রদান করা হবে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে জকিগঞ্জ ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ টিকা কার্যক্রম উদ্বোধন করেন সিলেট জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। জকিগঞ্জে ১৫ হাজার কিশোরীকে দেওয়া হবে জরায়ুমুখ ক্যান্সারের টিকাপ্রথম ১০দিন শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণি পড়ুয়া বা ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টিকা দেওয়া হবে। প্রতিদিন ২৭টি সেন্টারে টিকা দান কার্যক্রম চলমান রয়েছে। এইচপিভি টিকা বাইরেও পাওয়া যায়। বাইরে কিনতে একটি দাম পড়বে প্রায় সাড়ে তিন হাজার টাকা। স্কুলবহির্ভূত কিশোরীরা টিকা পাবে ইপিআই কেন্দ্রে।

সাধারণত হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) দ্বারা সংক্রামিত হওয়া থেকে জরায়ুমুখ ক্যান্সারের লক্ষণ প্রকাশ পেতে ১৫-২০ বছর সময় লাগে। এজন্য এই রোগকে নীরব ঘাতক বলা হয়। আক্রান্ত রোগীদের অধিকাংশই প্রায় শেষ পর্যায়ে শনাক্ত হন যখন রোগ থেকে সেরে ওঠা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। কিশোরীদের নির্দিষ্ট বয়সে এক ডোজ এইচপিভি টিকা প্রদান করলে এই ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।