
কক্সবাজারের টেকনাফ উপকূলের নাফ নদীর মোহনা এবং সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৪০ জন বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।
তিনি জানান, জব্দকৃত ট্রলারগুলোর মধ্যে তিনটি টেকনাফ পৌর এলাকার এবং বাকি দুটি শাহপরীর দ্বীপ এলাকার মালিকানাধীন। তবে সব জেলেদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
স্থানীয় জেলেদের ভাষ্যমতে, ঘটনার সময় সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব উপকূলে অন্তত ২০-৩০টি ট্রলার মাছ ধরছিল। এই সময় কয়েকটি স্পিডবোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে পাঁচটি ট্রলারসহ তুলে নিয়ে যায়।
ঘটনার দায় স্বীকার করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্ক’-এ দেওয়া বিবৃতিতে আরাকান আর্মি জানায়, বাংলাদেশের জেলেরা তাদের জলসীমা লঙ্ঘন করে মিয়ানমারের রাথেডং টাউনশিপের কোয়েটান-কাউক এবং চেইনখারলি গ্রামের উপকূলে মাছ ধরছিল। এ কারণে তাদের কোস্ট গার্ড অভিযানে গিয়ে এসব জেলে ও ট্রলার আটক করে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে তিনি ঘটনার তথ্য পেয়েছেন এবং বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
সংঘটিত ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।