Dhaka ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেহেরপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, জানিয়েছে আবহাওয়া অফিস বাংলাদেশ কাতারে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে শ্রমিকদের বেতন বকেয়া, গাজীপুরে বিক্ষোভ নেপালে আন্দোলনের নিরিখে নতুন মোড়: সুশীলা কারকি হতে পারেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইসরায়েলের আকাশে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা! মেক্সিকো সিটিতে গ্যাসবাহী ট্রাকে বিস্ফোরণ, নিহত ৩, আহত অর্ধশতাধিক কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর টেলিফোনে উত্তেজনা ইসরায়েলি হামলায় ইয়েমেনে নিহত বেড়ে ৩৫, আহত ১৩০ ছাড়িয়েছে ঢাবি হল সংসদে স্বতন্ত্র প্রার্থীদের উত্থান, ভোটে আস্থার প্রতিফলন শিক্ষার্থীদের
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

নাফ নদীর মোহনা থেকে পাঁচ ট্রলারসহ ৪০ বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেছে আরাকান আর্মি

ছবি : সংগৃহীত

 

কক্সবাজারের টেকনাফ উপকূলের নাফ নদীর মোহনা এবং সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৪০ জন বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।

তিনি জানান, জব্দকৃত ট্রলারগুলোর মধ্যে তিনটি টেকনাফ পৌর এলাকার এবং বাকি দুটি শাহপরীর দ্বীপ এলাকার মালিকানাধীন। তবে সব জেলেদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয় জেলেদের ভাষ্যমতে, ঘটনার সময় সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব উপকূলে অন্তত ২০-৩০টি ট্রলার মাছ ধরছিল। এই সময় কয়েকটি স্পিডবোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে পাঁচটি ট্রলারসহ তুলে নিয়ে যায়।

ঘটনার দায় স্বীকার করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্ক’-এ দেওয়া বিবৃতিতে আরাকান আর্মি জানায়, বাংলাদেশের জেলেরা তাদের জলসীমা লঙ্ঘন করে মিয়ানমারের রাথেডং টাউনশিপের কোয়েটান-কাউক এবং চেইনখারলি গ্রামের উপকূলে মাছ ধরছিল। এ কারণে তাদের কোস্ট গার্ড অভিযানে গিয়ে এসব জেলে ও ট্রলার আটক করে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে তিনি ঘটনার তথ্য পেয়েছেন এবং বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

সংঘটিত ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

Popular Post

মেহেরপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নাফ নদীর মোহনা থেকে পাঁচ ট্রলারসহ ৪০ বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেছে আরাকান আর্মি

Update Time : ০৯:২২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

 

কক্সবাজারের টেকনাফ উপকূলের নাফ নদীর মোহনা এবং সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৪০ জন বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।

তিনি জানান, জব্দকৃত ট্রলারগুলোর মধ্যে তিনটি টেকনাফ পৌর এলাকার এবং বাকি দুটি শাহপরীর দ্বীপ এলাকার মালিকানাধীন। তবে সব জেলেদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয় জেলেদের ভাষ্যমতে, ঘটনার সময় সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব উপকূলে অন্তত ২০-৩০টি ট্রলার মাছ ধরছিল। এই সময় কয়েকটি স্পিডবোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে পাঁচটি ট্রলারসহ তুলে নিয়ে যায়।

ঘটনার দায় স্বীকার করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্ক’-এ দেওয়া বিবৃতিতে আরাকান আর্মি জানায়, বাংলাদেশের জেলেরা তাদের জলসীমা লঙ্ঘন করে মিয়ানমারের রাথেডং টাউনশিপের কোয়েটান-কাউক এবং চেইনখারলি গ্রামের উপকূলে মাছ ধরছিল। এ কারণে তাদের কোস্ট গার্ড অভিযানে গিয়ে এসব জেলে ও ট্রলার আটক করে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে তিনি ঘটনার তথ্য পেয়েছেন এবং বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

সংঘটিত ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।