
মেহেরপুর সদর উপজেলার শোলমারি সীমান্তে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীমান্ত পিলার ১৩০/৩ এস-এর শূন্যরেখার কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে ওই ব্যক্তি সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। স্থানীয়রা তাকে খাবার দিতেন এবং তাকে মানসিকভাবে অসুস্থ মনে করতেন। সন্ধ্যার আগে তার মরদেহ শূন্যরেখার কাছে পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিচয় শনাক্তে তদন্ত চলছে।”